কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপ

Home Forums কম্পিউটার কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপ

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
  • Author
    Posts
  • #116999
    Lucifa
    Participant

      এন্ড্রয়েড এবং উইন্ডোজ দুটি আলাদা আলাদা অপারেটিং সিস্টেম। তাই কখনো সরাসরি এন্ড্রয়েড এর অ্যাপ কম্পিউটারে ও কম্পিউটারে অ্যাপ এন্ড্রয়েড ফোনে ব্যবহার করা সম্ভব নয়। যদি ব্যবহার করার প্রয়োজন লাগে তাহলে আমাদের থার্ড পার্টি একটি সফটওয়ার এর লাগবে। এন্ড্রয়েড ফোনে যেহেতু অনেক সীমাবদ্ধতা আছে তাই এন্ড্রয়েড ফোনের জন্য এমন কোন থার্ড পার্টি সফটওয়ার নেই তবে কম্পিউটার এর জন্য অনেক আছে। যেগুলোকে আমরা ইমুলেটর বলে থাকি। এই সব এমুলেটর ব্যবহার করে কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা সম্ভব। কিছু এমুলেটর এর নাম –

      • Ldplayer
      • Noxplayer
      • Bluestack

      ইত্যাদি ইত্যাদি। এসবের যেকোন একটি সফটওয়ারের সাহায্যে কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি এন্ড্রয়েড গেমসও খেলতে পারবেন। ফ্রি ফায়ার অনেক জনপ্রিয় একটি এন্ড্রয়েড গেম। ফ্রি ফায়ার রিডিম কোড গুলো দিয়ে সহজে অনেক কিছু পাবেন। শুধু গেম খেলে সময় নস্ট করা উচিত নয় আপনা। এই টপিকটি ভালো কোন উদ্দেশ্যে কাজ লাগান। ধন্যবাদ।

      #117010
      Lucifa
      Participant
      Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
      • You must be logged in to reply to this topic.