Mission & Vision

শিক্ষা মন্ত্রণালযে়র অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন কুডি়গ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের

 রুপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission) ও কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives)

রুপকল্প (Vision)

 ২০২১ সালের মধ্যেই ডিজিটাল বাংলাদেশ গড়ার নিমিত্তে কারিগরি শিক্ষার উন্নয়ন করা ও বাংলাদেশ সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করা এই লক্ষ্যে দেশপ্রেম, নৈতিকতা, জ্ঞান অর্জনে অধিকতর অগ্রগতি, দক্ষতা, শিষ্ঠাচার মানসম্মত শিক্ষাব্যবস্থায় শৃংখলাবোধ এবং অধিকতর ভাল ফলাফল অর্জনের মাধ্যমে ২০১৯ সালের মধ্যেই কুডি়গ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটকে বাংলাদেশের শ্রেষ্ঠ পলিটেকনিক ইনস্টিটিউট-এর আসনে অধিষ্ঠিত করা।

 অভিলক্ষ্য (Mission)

  মান সম্পন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা  ও প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে প্রযে়াজনীয় নীতি ও কর্মসূচি প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন, আদর্শমান নির্ধারণ  এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করা এই লক্ষ্যে আরও নির্ধারিত অভিলক্ষ হইল :

 

  • ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বলিষ্ট ভূমিকা রাখা।
  • একবিংশ শতাব্দীর উপযোগী দক্ষ কারিগর তৈরী করা।
  • ছাত্র-শিক্ষক কর্মচারীর মাঝে কাজের ঐক্যবদ্ধ মনোভাব জাগ্রত করা
  • গাইডেন্স ও কাউন্সেলিং নিশ্চিত করা
  • ক্লাশরুম, অফিস ও লাইব্রেরীকে ডিজিটালাইড করা।
  • শিক্ষার্থীর হাজিরা ৯০% এর উপরে নিশ্চিত করা
  • ইন্টারনেটের ব্যবহার এ সুযোগসুবিধা বৃদ্ধি করা
  • ছাত্রীদের অধিকতর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা
  • শিক্ষার্থীদের পাশের হার বৃদ্ধি করা
  • কো-কারিকুলাম/সহ পাঠ্যক্রমিক এবং এক্সট্রা কারিকুলাম কার্যক্রম ব্যাপক ও কার্যকরভাবে পরিচালনা করা।
  • পলিটেকনিক -ইন্ডাস্ট্রি সম্পর্ক সুপ্রতিষ্ঠিত করা।

 কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives)

    মানসম্মত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং  প্রশিক্ষণের ক্ষেত্রে প্রবেশগম্যতার (অপপবংং)  উন্নয়ন ঘটানো।

    কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং  প্রশিক্ষণের সকল ক্ষেত্রে সাম্য ও সমতার নীতি নিশ্চিত করা ।

    দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরি করা।

    শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিল্পকারখানার সংযোগ স্থাপন।

    শিক্ষা  ব্যবস্থাপনায় সুশাসন জোরদার করা।

    মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সংস্কৃতির সংরক্ষণ ও লালন করা।

 

 

অনুমোদিতঃ সকল বিভাগীয় প্রধান।                                (মোঃ মোসলিম উদ্দীন)                                                                                                                                অধ্যক্ষ                                                                                                                                 কুডি়গ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, কুডি়গ্রাম।